| শিরোনাম: |
|
নাজমুল হক হোসেনপুর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক:
|
|
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত হয়েছেন মাওলানা নাজমুল হক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ আয়োজিত মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ![]() তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী। তিনি নতুন কারিকুলামের জেলা মাস্টার ট্রেইনার, আইসিটি জেলা এ্যাম্বাসেডর, শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা, নতুন কারিকুলামের নৈপূণ্য এ্যাপের সাপোর্ট টিমের সদস্য, জাতীয় ইমাম বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা এবং মাইক্রোসফ্ট এমআইই এক্সপার্ট। মাওলানা নাজমুল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০০৭ সালে জিপিএ ৫ পেয়ে দাখিল পাশ করেন। একই জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ফাজিল মাদ্রাসা থেকে ২০০৯ সালে জিপিএ ৫ পেয়ে আলিম পাশ করেন। এরপর তারাকান্দি ফাজিল মাদ্রাসা থেকে ২০১২ ফাজিল এবং মংগলবাড়িয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৪ সালে কামিল পাশ করেন। ঊল্লেখ্য, মাওলানা নাজমুল ১৯৯২ সালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামে প্রাইভেট স্কুল শিক্ষক নুরুল ইসলাম ও গৃহিণী রেজিয়ার ঘর আলোকিত জন্মগ্রহণ করেন। ২০২৪ সালের ১৪ জানুয়ারী তার পিতা মারা যান। মাওলানা নাজমুল হক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদরাসার শিক্ষকদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিডি ক্যাম্পাস/সিআর/জেডএইচ
|