| শিরোনাম: |
|
মাদরাসা শিক্ষক কর্মচারীদের উৎসবভাতা, বৈশাখীভাতা ও মার্চের এমপিওর চেক ছাড়
|
|
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৪) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৩ এপ্রিলের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বৈশাখী ও উৎসব ভাতার চেকও ছাড়া হয়েছে। ![]() সোমবার (২৮ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তর উপ পরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২৮৯; তারিখ: ০১/০৪/২০২৪ এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৩ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ঈদ-উল-ফিতরের উৎসব ভাতা ভাতা (স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২৯৯; তারিখ: ০১/০৪/২০২৪খ্রি.) ও বৈশাখী ভাতা (স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৩০০; তারিখ: ০১/০৪/২০২৪খ্রি.) উত্তোলন করতে পারবেন। বিডি ক্যাম্পাস/সিআর/জেডএইচ
|