Tuesday, November 12, 2024

বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টারে ব্রাজিলের অপেক্ষায় পানামা

Share

এই ম্যাচে নামার আগে পানামার সামনে একটাই লক্ষ্য ছিল, জয়। আর সেটি পেলেই তারা প্রথমবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ পাবে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের হারে সমীকরণটা আরো সহজ হয়ে যায় তাদের; কিন্তু নিজেদের কাজটা ঠিকই করলো মধ্য আমেরিকার দেশটি। বলিভিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো তারা।

ম্যাচে পুরোটা সময় আধিপত্য দেখিয়ে খেলতে থাকে পানামা। ১৩ নিনিটে বলিভিয়ার জোভালি ওয়েলচের শট রুখে দেন পানামার গোলরক্ষক৷ ২২ মিনিটেই এগিয়ে যায় পানামা।

ক্রিশ্চিয়ান মার্টিনেজের এসিস্টে দারুণ গোল করেন হোসে ফায়ার্দো। গোল খেয়ে বলিভিয়া আক্রমণের ধার বাড়ায়। কিন্তু কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না তারা৷

Read more

Local News